সার্ক চেতনার পুনরুজ্জীবন হওয়া দরকার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভারতীয় সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আট জাতির এ জোট অনেক আঞ্চলিক সমস্যার সমাধান করতে পারে। ঢাকায় নিজ সরকারি বাসভবনে তিনি এ সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারটি আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) পিটিআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। খবর দ্য ইকোনমিক টাইমস।

ড. ইউনূস বলেন, মহৎ উদ্দেশ্য নিয়ে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন (সার্ক) প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এখন এটি শুধু কাগজে সীমাবদ্ধ এবং কাজ করছে না।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা সার্কের নাম ভুলে গেছি। আমি সার্কের চেতনার পুনরুজ্জীবন ঘটানোর চেষ্টা করছি।

তিনি বলেন, দীর্ঘদিন সার্ক সম্মেলন হয়নি। আমরা যদি একত্রিত হতে পারি, অনেক সমস্যার সমাধান হবে।

আঞ্চলিক এ জোটভুক্ত দেশগুলো হলো বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকা।

সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, চলতি মাসের শেষে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবেন তিনি।

জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের সাধারণ অধিবেশন ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। অধিবেশনের বক্তাদের প্রাথমিক তালিকা অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬ সেপ্টেম্বর ভাষণ দিতে পারেন।

By Rakin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *