রংপুর ব্যুরো:

রংপুর ও আশপাশের এলাকায় ৪ দশমিক ৫ মাত্রার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা ২৮ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়। ৩২ সেকেন্ড স্থায়ী হয় এই ভূমিকম্প।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ প্রকৌশলী মোস্তাফিজার রহমান। ভুমিকম্পটির উৎপত্তিস্থল ভুটানে। ঢাকা থেকে ৩৩৭ কিলোমিটার এবং ভুটানের সামসি থেকে ২১ কিলোমিটার দূরে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল।এতে কোথাও তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি। 

এদিকে ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, ভুটানের রাজধানী থিম্পু থেকে ৬২ কিলোমিটার দূরে মাটির মাত্র ৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৪। যদিও ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির তীব্রতা ছিল ৪ দশমিক ৫।

By Rakin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *