২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছে রঙ্গনা হেরাথ। সেই কোচকে এবার দায়িত্ব তুলে দিল নিউজিল্যান্ড।

৩ টেস্টের জন্য নিউজিল্যান্ডের কোচ নির্বাচিত হয়েছেন রঙ্গনা হেরাথ। ছবি: সংগৃহীত

খেলার সময়২ মিনিটে পড়ুন

লঙ্কান কিংবদন্তি স্পিনারকে অবশ্য খুব অল্প সময়ের জন্য দায়িত্ব দিয়েছে শ্রীলঙ্কা। মাত্র ৩ টেস্টের জন্য এই কোচের সঙ্গে চুক্তি করেছে কিউইরা। 

আগামী ২ মাসে এশিয়ায় ৬টি টেস্ট খেলবে নিউজিল্যান্ড। সেই ৬ টেস্টের প্রথম তিনটিতে কিউইদের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করবেন হেরাথ। মূলত তিন বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার, এজাজ প্যাটেল এবং রাচিন রবীন্দ্রকে এশিয়ার কন্ডিশনে সমৃদ্ধ করার দায়িত্ব পেয়েছেন লঙ্কান এই কিংবদন্তি।

আগামী মাসে ভারতের নয়ডায় আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে নিউজিল্যান্ড। ওই ম্যাচের পর শ্রীলঙ্কায় দুটি টেস্ট খেলবে কিউইরা। এই তিনটি ম্যাচের জন্য হেরাথকে দায়িত্ব দিয়েছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের পর কিউইদের ভারতের বিপক্ষে সিরিজ থাকলেও ওই সিরিজের দায়িত্ব পাননি হেরাথ।

ভারতের সাবেক কোচ বিক্রম রাঠোরকেও কোচিং স্টাফে যুক্ত করেছে নিউজিল্যান্ড। তবে তাকে দায়িত্ব দেয়া হয়েছে স্রেফ এক ম্যাচের জন্য। রাঠোর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতের ব্যাটিং কোচ ছিলেন।

কোচিং স্টাফে নতুন এই দুজনকে পেয়ে বেশ উচ্ছ্বসিত নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড। তিনি বলেন, ‘দুজনই বিশ্ব ক্রিকেটে বেশ সম্মানীয় এবং আমি জানি আমাদের ক্রিকেটাররা তাদের কাছ থেকে শেখার জন্য অপেক্ষা করছে।’

বাংলাদেশের সাবেক কোচ রঙ্গনা হেরাথকে নিয়ে এই কোচ বলেন, ‘আমাদের তিনজন বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল, মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্র তিন টেস্টের জন্য উপমহাদেশে রঙ্গনার সঙ্গে কাজ করার সুযোগ পাবে, এটা অনেক উপকারী হবে। আমাদের দুই টেস্টের ভেন্যু গলে রঙ্গনার ১০০–এর বেশির উইকেট আছে, ওই মাঠ নিয়ে তার জ্ঞান অমূল্য।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *