টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে অবসরে যাওয়া রবীন্দ্র জাদেজা গৌতম গম্ভীরের দেখানো পথ অনুসরণ করলেন। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন এ অলরাউন্ডার।

পরিবারসহ মোদির সঙ্গে রবীন্দ্র জাদেজা। ছবি: সংগৃহীত

খেলার সময়১ মিনিটে পড়ুন

জাদেজার স্ত্রী রিবাবা জাদেজা বিজেপির হয়ে সক্রীয় রাজনীতিতে জড়িত। ২০১৯ সালে রাজনীতিতে যোগ দিয়ে ২০২২ সালে গুজরাটের জামনগরের বিধায়ক নির্বাচিত হন তিনি। সেই রিবাবাই জাদেজার রাজনীতিতে যোগ দেয়ার ব্যাপারটি জানিয়েছেন


এক্সে এক স্ট্যাটাসে জাদেজার বিজেপির সদস্যপদ গ্রহণের বিষয়টি উল্লেখ করেন রিবাবা। দুজনের সদস্যপদ কার্ডের ছবিও শেয়ার করেন তিনি।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপির সদস্যপদ নেয়া জাদেজা এখন থেকেই সক্রিয়ভাবে রাজনীতি করবেন কিনা, তা জানা যায়নি। দেশের হয়ে ৭৪টি টি-২০ খেলা এ ক্রিকেটার অন্য দুই ফরম্যাটে এখনও অবসর নেননি। ৭২টি টেস্টের পাশাপাশি টিম ইন্ডিয়ার হয়ে তিনি খেলেছেন ১৯৭টি ওয়ানডে।


রবীন্দ্র জাদেজা বিজেপিতে যোগ দেয়া প্রথম ক্রিকেটার নন। তার আগে গৌতম গম্ভীর, শ্রীশান্ত, নভজিত সিং সিধুসহ ভারতের বেশ কয়েকজন তারকা নরেন্দ্র মোদির দলের সদস্য হয়েছিলেন। সিধু কংগ্রেসের রাজনীতিও করেছেন।


বিজেপির টিকিটে গম্ভীর ২০১৯ সালের সাধারণ নির্বাচনে পূর্ব দিল্লি থেকে প্রার্থী হয়ে বিজয়ী হন। তার রাজনৈতিক জীবনের স্থায়িত্বকাল মাত্র ৫ বছর। এ বছরের মার্চে তিনি বিজেপি ও রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *